সফল ব্লাক রাইস চাষি রেজওয়ানুল সরকার সোহাগ

ব্লাক রাইস

ব্লাক রাইস চাষি রেজওয়ানুল সরকার সোহাগ একজন সিঙ্গাপুর ফেরত ধান চাষি। তার ঠিকানা দিনাজপুরের খানসামা উপজেলার কামার পাড়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে। তিনি সিঙ্গাপুরে প্রথম এই কালো চাইলের (black rice) সাথে পরিচয় হয়। এর পর দেশে ফিরে তিনি ব্লাক রাইস ধান চাষের সিদ্ধান্ত নেন। এরপর ইন্দোনেশিয়া থেকে বীজ সংগ্রহ করে চাষ শুরু করেন।

রেজওয়ানুল সরকার সোহাগ

ব্লাক রাইস চাষ বিবরণ

তার লিখিত বিবরনিতে নিম্নোক্ত তথ্য সমূহ আমাদের কে জানিয়েছেন।

কৃষি প্রতিষ্ঠান/ খামারের নামসোহাগ কৃষি খামার
প্রোপ্রাইটরের নামরেজওয়ানুল সরকার সোহাগ
ঠিকানাদিনাজপুরের খানসামা উপজেলার কামার পাড়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রাম।
খামারের ধরনব্লাক রাইচ বা কালো ধান চাষ ও সাধারণ কৃষি খামার
সংখ্যা/পরিমানব্লাক রাইচ ধান ৫২ শতক জমি, গরু, ছাগল ও মুরগি পালন।
সম্পদ ও জনবলজমি ১০ বিঘা, ৫ জন
উৎপাদনএকরে ৩৫ মণ উৎপাদন সম্ভাবনা আছে
ব্যবস্থাপনাঅন্যান্য আর সাধারণ ধানের মতোই পরিচর্যা করতে হয় এই ধানের। অতিরিক্ত কোনো কিছুই করতে হয় না। ব্লাক রাইসের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এবং বাংলাদেশে চাষের উপযোগী।
বিক্রয়প্রতি কেজি কমপক্ষে ৫০০ টাকায় বিক্রি করতে পারবেন।
সমস্যাকালো ধান বা ব্লাক রাইচ চাষে তেমন কোন সমস্যা তিনি দেখছেন না।
পরিকল্পনাআগামী বছর থেকে এই বিশেষ কালো ধান আরো বেশি পরিমানে চাষ করার পনিকল্পনা রয়েছে।
মুল্যায়নকালো চাল দেখতে যেমন কালো হয়, এ চালের ভাতও কালো হয় এবং অধীক পুষ্টিগুণ সমৃদ্ধ, সুগন্ধযুক্ত ও স্বাস্থ্যকর। এ কালো চাল সারা পৃথিবীতে খুবই সমাদৃত।

শ্রদ্ধেয় সোহাগ ভাই এর মত আরো কয়েক জন এরকম উদ্যোগ এর আগেও বাংলাদেশে নিয়েছেন। কুমিল্লার মন্জুর হোসেন। তিনি ১০ একর জমিতে ব্ল্যাক রাইচ চাষ করেন।

ব্লাক রাইচ একটি পুষ্টিগুণে দারুন একপ্রকার চাউল। এতে ভিটামিন, ফাইবার ও মিনারেল রয়েছে। তাই কালো চাল উৎপাদনে মনোযোগী হয়েছেন। অনেকে বিদেশ থেকে বেশি দামে চাল কিনে খায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *