ইলিশ ধরা বন্ধ ঘোষনা- আগামী ৪ থেকে ২৫ অক্টোবর মোট ২২ দিন

ইলিশ মাছ

আগামী ৪ থেকে ২৫ অক্টোবর ২২ দিন সারাদেশে ইলিশ ধরা বন্ধ ঘোষনা করেছেন বাংলাদেশ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। গত বুধবার (২২ সেপ্টেম্বর) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ইলিশের প্রজনন বৃদ্ধির জন্য ৪ সেপ্টেম্বর থেকে শুরু করে টানা ২২ দিন সারাদেশে ইলিশ ধরা, ক্রয়-বিক্রয়, পরিবহন ও মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

আশ্বিনের ভরা পূর্ণিমার আগে ও পরে মোট ১৫ থেকে ১৭ দিন হচ্ছে ইলিশের ডিম ছাড়ার সঠিক সময়। এসময় সাগর থেকে ঝাঁকে ঝাঁকে মা-ইলিশ নদীতে ছুটে আসে ডিম ছাড়ার জন্য। ইলিশের এই প্রজনন সময়কে বিবেচনায় নিয়ে প্রতিবছরের ন্যায় এ বছরও ৪ থেকে ২৫ অক্টোবর ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার।

এ সময় ইলিশ যাতে স্বাচ্ছন্দ্যে ডিম দিতে পারে জন্য সরকার দেশের সব নদ-নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। এ নির্দেশ কার্যকর করার জন্য সংশ্লিষ্ট আইন শ্রিংক্ষলা বাহিনিকে নির্দেষ দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *