ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নতুন সচিব

ড.-মুহাম্মদ-ইয়ামিন-চৌধুরী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নতুন সচিব নিযুক্ত হলেন ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। এর আগে রওনক মাহমুদ সচিবের দায়িত্ব পালন করেন। গত ২৮ অক্টোবর ২০২১ তারিখে রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এর আগে তিনি পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। 

ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী গত ৪ জুন, ২০২০ ইং তারিখে পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্যবিজ্ঞান বিভাগের সচিব হিসেবে যোগদান করেন। 

তিনি ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব ও যুগ্ম সচিব হিসেবে কাজ করেন। এরপরে তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নতুন সচিব এর হাত ধরে আমাদের প্রাণিসম্পদ আরো এগিয়ে যাক এটাই আমাদের কামনা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *