কুষ্টিয়া মিরপুরে সরকারি প্রনদোনার ধান বীজ আবাদ করে ক্ষতিগ্রস্থ হয়েছে অনেক চাষি।

Mishkat Agriculture

কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলায় কৃষকদের মাঝে বিতরণ করা সরকারি প্রনদোনার ধান বীজ চাষ করে ক্ষতিগ্রস্থ হয়েছেন অনেক চাষি। যানা যায় উপজেলা কৃষি অফিস থেকে সরকারি প্রনদোনার ধান বীজ উপজেলার ১০০ জন চাষির মাধ্যমে বিতরণ করা হয়। সেই বীজ চাষিরা পেয়ে বেশ উচ্ছোসিত হয়েছিল তারা। তারা ভেবেছিল সরকারি ভাবে যেহেতু এই বীজ দেওয়া হয়েছে সেহেতু ধান খুব ভালো হবে। কিন্তু কৃষকেরা সম্পূর্ণ হতাস হয়েছে।

উপজেলার অন্তর্গত ৭ নং সদরপুর ইউনিয়নের ভুক্তভগী চাষি তাজুব্বার মন্ডল আমাদের কে এমনটিই জানিয়েছেন। তিনি আরো বলেন, এই বীজ অনেকেই অংকুড়িত করতে পারেনি। যারা খুব যত্ন সহকারে করেছে তাদের বীজ অংকুড়িত হয়েছে। চারা রোপনের পর হয়েছে আরেক সমস্যা, নির্দিষ্ট সময়ের অনেক আগেই গাছে শীষ চলে আসছে।

চাষি তাজুব্বার মন্ডল জানান উপজেলা কৃষি অফিসে বারবার যেয়ে কোন সুরাহা হয়নি। তিনি জানান ৭ নং সদরপুর ইউনিয়নে মোট ৭০ বিঘা জমিতে এই ধানের চাষ করা হয়েছে। উপজেলার অন্যান্য ইউনিয়নে এভাবেই বীজ দেওয়া হয়েছে। তিনি বলেন এতে শুধু চাষিরাই ক্ষতিগ্রস্থ হননি, আমাদের দেশেরও ক্ষতি কয়েছে।

৯/৩০/২০২১, সাইফুল ইসলাম, কুষ্টিয়া।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *